কল্পনা করুন গুলির আঘাতে আপনার হৃদয়ে বিশাল ক্ষতি হয়েছে । আপনি জানেন মাত্র কয়েক সেকেন্ডে ন্যানোটেকনোলজি সেই ক্ষত সারিয়ে ফেলবে ।
বক্তা :সম্ভব!
ভাবুক ছেলে -কিভাবে ?
(আর্টিকেল টপিক : ন্যানোটেকনোলজি ভবিষ্যতের বিপ্লব)
*পৃথিবীর প্রায় ৯২% বাতাসে এখন দূষিত। ১০ জনের ভিতর ৯ জনই এখন দূষিত বায়ু গ্রহণ করে ।
*প্রতিবছর 7 million মানুষের অকাল মৃত্যু হচ্ছে ।
বিশেষ করে স্ট্রোক , heart disease , chronic obstructive pulmonary disease (COPD)
*প্রতিদিন প্রায় 14 বিলিয়ন লিটার পানি দূষিত হচ্ছে
,মানুষের ফেলা বর্জ্য পদার্থের মাধ্যমে।
আমি যদি এখন আপনাদের বলি এই সকল Pollution
আমি একটা তুড়ি মারবো আর ঠিক হয়ে যাবে!
না না, এটা আমার তুলির মাধ্যমে ঠিক হবে না। এটা ঠিক হবে Nanotechnology এর মাধ্যমে ।
Nanotechnology ---- শব্দটিতে Nano অর্থ ক্ষুদ্র ,
Technology অর্থ প্রযুক্তি । আমরা সাধারণত miter,cm,inchi এগুলোতে পরিমাপ করে থাকি। আমার হাতে যে স্কেলটা দেখছেন এটা একটা মিটার স্কেল। Nanometer এতটাই ক্ষুদ্র যে এই স্কেল এর
1টি millimeter = 1 million nanometer = 1×10^9m = 0.0000000001 meter .
যেখানে, Human hair--- ~ 60,000nm চিকন ।
Red Blood cell ----- ~ 7,000nm চিকন ।
সেখানে, একটা DNA molecules এর length মাএ 2nm! ভাবা যায় কতটা ক্ষুদ্র!
আরো ভালোভাবে বুঝতে পৃথিবীর সাপেক্ষে একটি Tennis ball যতটা ছোট সেটাকেই 1nm মনে করতে পারেন।
By the way একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করুন, কারণ একদম লাস্টে আমি এমন কিছু কথা বলবো যা আপনাকে ভাবতে বাধ্য করবে।
NanoTechnology --- Science এবং Engineering কে একই সাথে merge up করেছে । যা সাধারণত
1-100 nm length এর ভিতর হয়ে থাকে।
প্রশ্ন এসে যায় এটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?
চলুন একটু টাইম ট্রাভেল করে আসি----
১৮৫৭ সাল :
এই সালে মাইকেল ফ্যারাডে কলোডিয়াল গোল্ড তৈরি করেছিলেন, যা Nanoscale এর উপকরণ । এই Colloidal gold সাধারণত একটা লিকুইড জাতীয় পদার্থ । কল্পনা করুন একটা সোনার বার যা খালি চোখে দেখা যায়। কিন্তু একটা Colloidal gold দেখতে হলে Powerful Microscope লাগবে । কারণ এটা 1-100 nm এর ভিতর হয়ে থাকে।
*কলয়েড বলতে বোঝায় এক ধরনের অসমসত্ত্বমিশ্রণ।
তরল কলয়েড এর ভিতরে কাছে দুধ , সাবানের ফেনা।
কঠিন কলয়েড এর ভিতর আছে : মাখন ,জেলি ।
গ্যাসীয় কলয়েড এর ভেতর রয়েছে: ধোয়া ও কুয়াশা
Mr ভাবুক: আরে আরে এসব কি মাথাটা পুরো হ্যাং হয়ে গেল, তুমি কি আমাকে বলতে পারবা এই Colloidal gold এর সাথে Nanotechnology এর কিসের সম্পর্ক এটাই তো এখনো পর্যন্ত বুঝলাম না!
বক্তা: ধৈর্য ধরো, সবই জানতে পারবা,,
এই যে Colloidal gold দেখছো এটা সাধারণত সোনার প্রকৃত রঙ দেখানোর পরিবর্তে লাল রং প্রদর্শন করে । ফ্যারাডের এই Colloidal gold গবেষণার মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয় , সেটা হচ্ছে এই যে Nanoscale এর particle বা কনাগুলোর আকার আলো দ্বারা প্রভাবিত হয়।
For Example:
1.Nanoparticles+ light ( less than 30 nm ) --- Red light.
যদি Colloidal gold এর ৩০ ন্যানোমিটারের নিচের ন্যানোপার্টিকেলে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণায় সূর্যের আলো এসে পড়ে তাহলে সেটা লাল রঙের দ্রবণে পরিণত হয়
2. যদি ন্যানোপার্টিকেল (প্রায় 30 থেকে 50 nm এর ভিতর হয় ) তাহলে Reddish purple Color প্রদর্শন করবে ।
Nanoparticles+ light (30-50 nm ) -- Reddish purple . ভিন্ন ভিন্ন Wavelength এ Colloidal gold ভিন্ন রং প্রদর্শন করে।
Michael Faraday এর এই গবেষণা Nanotechnology এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে , পাশাপাশি আরো নতুন গবেষণা সুযোগ করে দেয়।
তবে 1959 সালে :
Richard fenyman তার "There's a plenty of room at the bottom " শীর্ষক একটি লেকচার দিয়েছিলেন
California institute of technology তে।
তিনি নতুন উপকরণ এবং যন্ত্রের তৈরি ক্ষেত্রে পরমাণু ও অণুগুলোকে কাজে লাগানোর ধারণা প্রস্তাব করেছিলেন তার এই বক্তৃতার মাধ্যমে ন্যানো
টেকনোলজির ধারণাগত ভিত্তি স্থাপন করেছিলেন।
1974 সালে Japanese Professor Norio Taniguchi Nanotechnology শব্দটি প্রথম ব্যবহার করেন ।
1981 সালে :
Scanning tunneling microscope (STM) আবিষ্কার করার মাধ্যমে Gerd binning এবং Heinrich physics এ 1986 সালে নোবেল পুরস্কার পান । এই মাইক্রোস্কোপের মাধ্যমে Atomic level এ অর্থাৎ অতি ক্ষুদ্র ন্যানোস্কেলে কোন কিছুকে পর্যবেক্ষণ করার সক্ষমতা সৃষ্টি হয়েছিল।
1982 সালে:
Nadrian seeman ,DNA Nanotechnology এর একটা concept দাঁড় করান, Nanoscale structure তৈরীর জন্য DNA ব্যবহারের পথ প্রশস্ত হয় এটির মাধ্যমে।
DNA ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানে ভ্যাকসিন ও হরমোন তৈরি করা হয় ।পাশাপাশি জিন থেরাপিতেও ব্যবহৃত হয়। রিকম্বিনেড ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রোগের জন্য ভ্যাকসিন তৈরি করা হয় যেমন হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, ইনসুলিন এবং গ্রোথ হরমোনের মত গুরুত্বপূর্ণ হরমোন উৎপাদনে ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয় ।
এছাড়াও কৃষিক্ষেত্রে, এনজাইম উৎপাদন ,ফরেনসিক বিজ্ঞান ও শিল্প ক্ষেত্রে এটি ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে।
সাল 1983:
Louis Brus , "Colloidal quantam dot " আবিষ্কার করেন , যা একটি অর্ধপরিবাহী কণা ।
বর্তমানে আমাদের Technology field এ এই semiconductor এর বিশাল অবদান আছে । আপনার মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার সবকিছুতেই সেমিকন্ডাক্টরের ব্যবহার হয়েছে।
কল্পনা করুন একটি কপারের তার এবং কার্বনের Diamond , কপারের তার বিদ্যুৎ পরিবহন করে কিন্তু
ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না, আর এখানেই চলে আসে আমাদের Semiconductor যেটা এই কপারের তারের বিদ্যুৎ পরিবাহিতা ও ডায়মন্ডের বিদ্যুৎ অপরিবাহিতা এর মাঝামাঝি অবস্থানে থাকে। এজন্যই এটিকে অর্ধপরিবাহী বলা হয়।
Semiconductor আগেই আবিষ্কৃত হয়েছিল , কিন্তু এই Semiconductor ,traditional semiconductor
হতে অনেক ক্ষুদ্র ।
একটা স্বাভাবিক সেমিকন্ডাক্টর 1000 ন্যানোমিটার থেকে বৃহত্তর হয় । কিন্তু একটা Colloidal quantam dot 1-10nm এর মধ্যে হয় ।
স্বাভাবিকভাবে আমরা Tv , Mobile এ যে ডিসপ্লে গুলো দেখি সেগুলোতে এই Colloidal quantam dot
ব্যবহার করা হয় ।
বিশ শতকের সূচনায় Nanotechnology এর Development এর প্রতি নজরদারি করে বিভিন্ন দেশের সরকার । তখন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ন্যানোটেকনোলজি উদ্যোগের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এ সময়কালে সুরক্ষা নৈতিকতা এবং সংজ্ঞা সম্পর্কিত বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক হয়েছিল ।
এই যে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আসলো তখন কতজনে কত কথা না বলেছিল
কৃত্রিম বুদ্ধিমত্তা সবার চাকরি খেয়ে দিবে, আরো কত কি ! কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এটির অপার সম্ভাবনা । কিছু চাকরি হুমকির মধ্যে পড়লেও সৃষ্টি হচ্ছে আরো নতুন নতুন চাকরি । তবে বর্তমানে Deepseek আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Ai ) এর জন্য Nvidia এর প্রতিষ্ঠাতা Jensen Huang এর প্রায় 600 billion dollar এর লস হয়েছে ।
স্যার হোসেন দালালকে গুলি করা হয়েছে !
- কিহ! তোমার কি মাথা ঠিক আছে ? তুমি কি সত্য বলছো? !
জি স্যার Hossain dalal আর জীবিত নাই।
He is absolutely dead .
( সকলের কথোপকথন Radiowave Sound এ শোনা যাচ্ছিল)
হোসেন দালাল জীবিত নাকি মৃত জানতে দেখতে হবে পরবর্তী পর্ব : 'The Multiverse of Nanotechnology'
হা! হা! হা!
To be continued.....
~এম,ডি অনিরুদ্ধ রাহী
রাইটার্স ক্লাব বিডি
