বইয়ের নাম: যুবরাজ
লেখকের নাম: ইমদাদুল হক মিলন
"যুবরাজ" একটি উপন্যাস। এই উপন্যাসের দুটি প্রধান চরিত্র রয়েছে। একটি হচ্ছে ছেলে এবং একটি হচ্ছে মেয়ে। মেয়েটি হলো ধনী পরিবার থেকে এসেছে এবং ছেলে হলো একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এই দু'জনের প্রেম কাহিনী। তবে এই প্রেমকাহিনী শেষ পরিণতি খুবই দুঃখজনক। যে পাঠক এই বই পাঠ করবেন তাদের চোখে কান্না চলে আসবে এবং বুঝতে পারবেন যে প্রেমের বাস্তব দুনিয়ার কথা।
আমরা যে যুগে বাস করি কি না, প্রেম বা ভালোবাসা বেশিদিন ঠিকে থাকে না। বাস্তবতা বা দায়িত্ববোধ আমাদের সামনে আসার কারণে প্রেম বা ভালোবাসাকে ত্যাগ করতে হয়। কারণ দুনিয়াতে ঠিকে থাকতে হবে এই কারণে। সবার ভাগ্য প্রেম কাহিনী সফল হয় না। কিছু কিছু প্রেম কাহিনী হয়তো সফল হয়। তবে এই উপন্যাসে বাস্তবতা কথা তুলে ধরে দেওয়া হয়েছে। আজ আর বেশি কিছু লিখলাম না। এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ
নাম: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
