বইয়ের নাম- জীবন যেখানে যেমন
লেখক- আরিফ আজাদ
জীবন নিয়ে খামখেয়ালীপনায় আবদ্ধ থাকলে কিংবা জীবন নিয়ে প্রচন্ড হতাশার মধ্যে থাকলে বইটা কিছুটা অবস্থার উন্নতি করতে পারে। বইটিতে উল্লেখ্য ছোট গল্পগুলো পড়লে মনে হবে গল্পটি আপনার-আমার জীবনেরই, অতি পরিচিত। যা আমরা হরহামেশা এড়িয়ে চলি আমাদের অবচেতন মনের সংস্পর্শ থেকে এবং তা আপনাকে পুনরায় নতুন করে ভাবাতে আরম্ভ করবে। জাগতিক ব্যস্ততার জাঁতাকলে পিষ্ট হওয়া হৃদয়ে ঘটাবে নতুন জীবনের সঞ্চার। প্রতিটি গল্পই আমাদের বাধ্য করবে থমকে দাঁড়াতে, একটু কাঁদাতে, আর পুনরায় ভাবাতে।
