বইয়ের নাম- পদ্মানদীর মাঝি
লেখক- মানিক বন্দ্যোপাধ্যায়
জনরা- উপন্যাস
‘অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়, চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ।’
মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস হলো পদ্মানদীর মাঝি। যা বাংলাদের পদ্মানদীর তীরবর্তী অঞ্চল বিক্রমপুর (বর্তমান মুন্সিগঞ্জ) ও ফরিদপুর অঞ্চলের মাঝি ও জেলেদের জীবনচিত্রকে নিয়ে রচিত। যেখানে কীর্তিনাশা পদ্মার পাশাপাশি জেলে ও মাঝিদের জীবনের সকল আবেগের প্রতিচ্ছবি দৃশ্যমান। এর ব্যাতীত উপন্যাসের নায়ক কুবের ও নায়িকা কাপিলাসহ এক রহস্যময় সত্ত্বা হোসেন মিয়ার জন্য পুরো উপন্যাস পড়ার আগ্রহ আরো তরান্বিত হয়।
