আপনি ব্যক্তিগতভাবে কোন বিখ্যাত ব্যক্তির মতো?

আপনি ব্যক্তিগতভাবে কোন বিখ্যাত ব্যক্তির মতো?

ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এমবিভার্ট—এই তিনটি টার্ম নিয়ে আজকাল বেশ হইচই। ইন্ট্রোভার্ট শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে মুখরিত আড্ডায় চুপ মেরে বসে থাকা কোনো বন্ধু কিংবা অফিসের ডেস্কে একমনে নিজের মতো কাজ করতে থাকা কোনো সহকর্মী। আর এক্সট্রোভার্ট হলো তার উল্টোটা।

আপনি কি বেশি কথা বলতে পছন্দ করেন নাকি কম? অনেকের সাথে মিশতে পছন্দ করেন নাকি নিজেকে গুটিয়ে রাখাই ধ্যানজ্ঞান? সাধারণত এগুলোরই পরিমাপক এ টার্মগুলো। তবে আপনি যদি একজনের ব্যক্তিত্বের স্পষ্ট ধারণা নিতে চান, তবে এগুলো মোটেও যথেষ্ট নয়। সেক্ষেত্রে MBTI (Myers–Briggs Type Indicator) টেস্ট আপনাকে অনেকাংশে সাহায্য করতে পারে।

কী এই MBTI টেস্ট?

এমন কি হয় না আপনার, যে আপনি একজনের সাথে অতটা পরিচিত না, কিন্তু তার ব্যাপারে আপনার যথেষ্ট কৌতূহল? আপনার ইচ্ছে হচ্ছে গোয়েন্দাগিরি করে তার ব্যাপারে সব জেনে নিতে। সেক্ষেত্রে আপনি তার MBTI Personality টা জেনে নিতে পারেন! এরপর সেই পার্সোনালিটি গুগলে সার্চ করলেই তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পেতে পারবেন, তার পছন্দ-অপছন্দ সম্পর্কে জানতে পারবেন।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পার্সোনালিটি টেস্ট এই MBTI টেস্ট। এর ১৬টি পার্সোনালিটি টাইপ রয়েছে।

১৬টি পার্সোনালিটির নাম:

  • ISTJ - The Inspector

  • ISTP - The Crafter

  • ISFJ - The Protector

  • ISFP - The Artist

  • INFJ - The Advocate

  • INFP - The Mediator

  • INTJ - The Architect

  • INTP - The Thinker

  • ESTP - The Persuader

  • ESTJ - The Director

  • ESFP - The Performer

  • ESFJ - The Caregiver

  • ENFP - The Champion

  • ENFJ - The Giver

  • ENTP - The Debater

  • ENTJ - The Commander

MBTI কীভাবে কাজ করে?

মূলত চারটি বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিত্ব নির্ধারণ করা হয়:

  1. সংবেদন (Sensation)

  2. অন্তর্দৃষ্টি (Intuition)

  3. অনুভূতি (Feeling)

  4. চিন্তাশক্তি (Thinking)

এই চারটি বিষয়ের ভিত্তিতে মানুষকে ১৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

কীভাবে টেস্ট করবেন?

আপনার ব্যক্তিত্ব কী সেটা জানতে হলে আপনাকে MBTI Name জানতে হবে।

MBTI টেস্টের ক্ষেত্রে আপনাকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করা হবে। www.16personalities.com এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাটি করতে পারেন। এতে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে না পারলে বা ভুল উত্তর দিলে আপনার ব্যক্তিত্ব ক্যাটাগরি ভুল আসতে পারে। তাই ঠাণ্ডা মাথায় ভেবে উত্তর দেওয়া শ্রেয়।

যেমন, আপনি ভালোবাসেন একা থাকতে, কিন্তু আপনাকে যখন প্রশ্ন করা হলো—Do you prefer lonely rather than a crowd? আপনি যদি উত্তর দেন Disagree, তাহলে তারা ধরে নেবে আপনি কোলাহল পছন্দ করেন। এতে কি আপনার ব্যক্তিত্বের পরিস্ফুটন ঘটবে? তাই সঠিক উত্তর দেওয়া জরুরি।

বিখ্যাত ব্যক্তিদের MBTI টাইপ

আপনার MBTI টাইপ জানার পর আপনি দেখতে পারেন, আপনার মতো বিখ্যাত ব্যক্তিরা কারা:

  • INFJ: Nelson Mandela, Lady Gaga, J.K. Rowling। এনিমে ক্যারেক্টার হিসেবে Light Yagami, Itachi Uchiha, Takashi Mitsuya।

  • ENTJ: Steve Jobs, Robert Downey Jr., Bill Gates। ফিকশনাল ক্যারেক্টার হিসেবে Lord Voldemort, Light Yagami, Tommy Shelby।

রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে MBTI

MBTI আপনাকে আপনার সঙ্গী সম্পর্কে ধারণা দিতেও সাহায্য করতে পারে। যেমন:

  • INFJ & ENTJ: গভীর কথোপকথনে জড়িয়ে থাকে এবং একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা করে।

  • INFP & ENFP: একে অপরের প্রতি কেয়ারিং হয় এবং নিজেদের আবেগ ভাগ করে নেয়।

কীভাবে অন্যের সম্পর্কে জানবেন?

এর উত্তর খুবই সহজ! যার সম্পর্কে জানতে চান, তার MBTI নাম জানতে হবে। তবে সে যদি এই টেস্ট না করে, তাহলে পুরো পরিকল্পনাই বৃথা। সেক্ষেত্রে তাকে এই টেস্ট করার জন্য উৎসাহিত করতে পারেন।

তবে মনে রাখবেন, এটি শুধু কৌতূহল মেটানোর জন্য। মানুষের ব্যক্তিত্ব পরিবর্তনশীল, তাই এটি একমাত্র মাপকাঠি হতে পারে না।

Source: