সুচিস্মিতাকে আমি চিনি জানি, সে কবিতাপ্রেমী, মাঝে মাঝে সে আমার গল্পের পাতায় ঠাঁই চাইলে মনে হতো যেন শ্রেষ্ঠ গল্পকার আমি।
বইয়ের ফাঁকে চিঠির আদান প্রদানে হয়েছিলো পরিচয় লাইব্রেরির জানালা সেদিন ছিলো খোলা, শীতের আগমনী হাওয়ায় তার এলোমেলো চুল ঢেকে দিয়েছিলো কাজল মাখা চোখ জোড়া।
জটিল গণিতের ক্লাসের ফাঁকে সহজ সরল কবিতা উৎসর্গ করতাম তাকে, বীজ গণিতের খাতায় কবিতা লেখার অপরাধে বার্ষিক পরীক্ষায় আমার জায়গা হয়েছিলো না।
সুচিস্মিতা এখন বড্ড সুখে আছে ভাগ্যিস আমাদের সেই প্রেম স্থায়ী হয়নি, তা না হলে বুঝতাম না হারানোর বেদনা কাকে বলে দূর থেকে তাকে দেখে এই কবিতাও লেখা হতো না তবে।