প্রিয়নাথের হাড় আর তারিণীর খাতার হাত ধরে যে বীভৎস ঘটনার শুরু হয়েছিল তার শিকড়ের সন্ধান পাওয়া যাবে ম্যাসন সিরিজ এর এই দ্বিতীয় খন্ডে। ব্রিটিশ আমলের কলকাতা যেখানে একই সাথে কালো আর সাদা চরিত্রের বিচরণ, সেই কলকাতা আবারো এসে হাজির হলো তুর্বসুর সামনে।
বই - নীবারসপ্তক (সূর্যতামসীর পরবর্তী খন্ড )
লেখক - শ্রী কৌশিক মজুমদার