বুক ফটোগ্রাফি : ম্যাগপাই মার্ডার্স

বুক ফটোগ্রাফি : ম্যাগপাই মার্ডার্স

দুঃখ দিয়ে শুরু এক উপন্যাস  যে নিজেই লুকিয়ে আছে আরেক উপন্যাস এর গহীনে। একটি ছেলে আর একটি মেয়ের কাহিনীতে ডুব দেবার আগে সুয্যান রাইল্যান্ড ভাবতেও পারেনি বিখ্যাত লেখক অ্যালান কনওয়ের উপন্যাসের রহস্য তাকে বাস্তবে তাড়া করে বেড়াবে। সাদামাটা রহস্য উপন্যাস এর অসাধারণ শেষ টা জানতে ৫১২ পৃষ্ঠার এই বইয়ে ঘন্টাখানেক  বুঁদ হয়ে থাকতে হবে।

 

উপন্যাস - ম্যাগপাই মার্ডার্স 

লেখক - অ্যান্টনি হরোউইটয্

রূপান্তর - সায়েম সোলাইমান