জন্ম নেয়ার সাথে সাথেই একটা শিশু তার ইন্দ্রিয়গুলোর সাহায্যে চারপাশের জগৎকে আবিষ্কার ও অনুভব করতে শুরু করে।
আমাদের প্রধান ইন্দ্রিয় বা sense প্রধানত পাঁচটি। যথা :
1.tactile/touch
2.sight /vision
3.auditory/ Hearing
4.smell/olfaction
5.taste/gustation।
এছাড়াও আর দু'টি গুরুত্বপূর্ণ " Sense " আছে। এগুলো হলো -
Vestibular এবং proprioception.
Vestibular সেন্সটি আমাদের বডি ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। আর proprioception sense আমাদের মাংসপেশী ও সন্ধি সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো নিয়ন্ত্রণ করে। এটি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান সম্পর্কে ধারণা দেয়।
গন্ধ, স্বাদ, নড়াচড়া, স্পর্শ, দৃষ্টি, শ্রবণ, ভারসাম্য ইত্যাদি ইন্দ্রিয় হতে তথ্য নেবার ক্ষমতা এবং ঐ তথ্যগুলোকে একত্রিত করে তথ্যের গুরুত্ব অনুসারে মস্তিষ্কে পাঠিয়ে তার উপযোগী সাড়া দেওয়ার প্রক্রিয়াকে বলে সেন্সরি প্রসেসিং। মূলত এই সেন্সরি প্রসেসিং এর ওপর ভিত্তি করেই শিশুর আচরন ও অন্যান্য বিকাশ সাধিত হয়।
একটি শিশুর সঠিক বিকাশের জন্য ও সুষ্ঠ সেন্সরি প্রসেসিং এর জন্য নানান ধরনের " sensory play " এর গুরুত্ব অনেক। এইসব খেলার মাধ্যমে শিশুর শিক্ষণ ত্বরান্বিত হয় এবং সে চারপাশের জগৎকে নিজের মতো করে সুন্দর ও সহজভাবে বুঝতে পারে।
" Sensory play " মূলত এমন ধরনের খেলা, যার মাধ্যমে শিশুর অন্তত একটি " sense " বা ইন্দ্রিয় স্টিমুলেশন লাভ করে। যেমন - finger painting এর মাধ্যমে শিশুর স্পর্শ, দৃষ্টি এই দু'টি ইন্দ্রিয় স্টিমুলেশন লাভ করে এবং শিশুর বিকাশ সাধিত হয়।
এছাড়াও water play, sand play, play dough activity, punch magic ball, slime, pop bubbles with finger এগুলোও খুব ইফেক্টিভ sensory play এর উদাহরণ। পরবর্তী পোস্টে আরও নানান রকম sensory play নিয়ে বিস্তারিত লিখবো।
সেন্সরি প্লে সম্পর্কে তো জানলেন। এখন নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসছে, এর উপকারিতা কী, সেটা সম্পর্কে জানতে। তাই না?
চলুন তাহলে এখন জেনে নেই " sensory play " এর উপকারিতা সম্পর্কে -
১. এ ধরনের খেলার মাধ্যমে language development হয়
২. কগনেটিভ ডেভেলপমেন্ট হয়
৩. eye contact বাড়ে
৪. eye hand co - ordination এর দক্ষতা বৃদ্ধি পায়
৫. Attention span বৃদ্ধি পায়
৬.ফাইন মোটর ও গ্রস মোটর দক্ষতা বাড়ে।
৭.problem solving skill বাড়ে।
৮. social interection বৃদ্ধি পায়
৯. মেমোরি ডেভলপ হয়
১০. শিশুর ইমোশনাল ডেভেলপমেন্ট ত্বরান্বিত হয়। ফ্রাস্টেটেড কিংবা anxious শিশুকে সেন্সরি প্লে এর দ্বারা খুব দ্রুত শান্ত করা যায়।
১১. বিভিন্ন রকমের টেক্সচার সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করে।
১২. নানান রকম সেন্সরি অ্যাটরিবিউট সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করে। যেমন - গরম, ঠান্ডা, আঠালো, শুকনা, কোমল, খসখসে ইত্যাদি অনুভূতি সম্পর্কে চিনতে ও জানতে সাহায্য করে।
১৩. focus, attention ও concentration বৃদ্ধিতে সহায়তা করে।
১৪. visual perception তৈরীতে সহায়তা করে
১৫. problem solving স্কিল গঠন করে।
দেখলেন তো, "sensory play " এর গুরুত্ব কত বেশি?
আপনি আপনার শিশুকে কোন সেন্সরি প্লেটি করান?