কবিতা: আলোছোঁয়া
লেখায়: Zaba Anika
নিভে যাওয়া তারা জ্বলে আবার,
আঁধার শেষে আসে ভোরের খবর।
নিস্তব্ধ রাতে নীল আকাশ জুড়ে,
আশার দীপ জ্বলে শান্ত মনে দূরে।
বিষাদের ছায়া যদি নামে হৃদয়ে,
ভেবো না তবে, ও যে চিরদিন রয়।
দুঃখের পরেই নামে আলোর ছোঁয়া,
নিয়ে আসে নতুন দিনের হাওয়া।
নিঃসঙ্গতা এলেও চিরকাল নয়,
সময়ের স্রোতে রূপ বদলায়।
কালো মেঘ ঢাকা নীল আকাশও,
একদিন হাসে রঙিন আলোয়।
একলা পথও ভরে যায় আলোয়,
আশার প্রদীপ মনের ঘরে রয়।
ভাঙা স্বপ্ন জোড়া লাগে আবার,
জীবন গায় নতুন স্বপ্নসার।
অশ্রু মুছে ফেলো, ভেঙো না মন,
আসবে দিন নতুন, গাইবে নতুন সুর।
তোমার অন্তরে যে আলো জ্বলে,
সে আলোই চিরকাল তোমাকে ছোঁবে।