বইঃ শো ইয়োর ওয়ার্ক
লেখকঃ অস্টিন ক্লেওন
জনরাঃ আত্মউন্নয়নমূলক বই
পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৫।
ব্যাক্তিগত রেটিংঃ ৪.৫ /৫
‘‘এই যে আমরা সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাচ্ছি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি; আপনি কি দেখছেন?"
বেশিরভাগেরই উত্তরটা এমন হবে যে গুরুত্বপূর্ণ কিছু দেখছি না। আমরা যদি একটু ভালো করে চিন্তা করে দেখি দিনের বেশ ভালো একটা সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকি কিন্তু আমরা সত্যিই কি এর ফলে কোনভাবে লাভবান হচ্ছি?
তখনও বেশিরভাগের উত্তর থাকে না!
আমাদের সৃষ্টিশীল কিংবা ভালো লাগার কাজগুলো যদি আমরা সবার মাঝে শেয়ার করতে পারি তাহলে মানুষ আমাদের কাজের দক্ষতা সম্পর্কে বুঝতে পারবে। আমাদের কাজ যাদের পছন্দ তারা আমাদের খুঁজে নিতে পারবে। আপনি যদি আপনার সৃজনশীল কাজ গুলো ড্রয়ারে রেখে তালা দিয়ে রাখেন কেউ কি দেখতে পাবে?
আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আমাদের কাজগুলোকে গুছিয়ে সঠিক ভাবে উপস্থাপন করতে পারি এসকল বিষয় নিয়েই অস্টিন ক্লেওন কথা বলেছেন তার লেখা শো ইয়োর ওয়ার্ক বইটিতে।
★সারসংক্ষেপঃ
আমরা আমাদের কাজগুলো অন্যদের মাঝে উপস্থাপন করতে হীনমন্যতায় ভুগি। কারণ, আমরা অনেকেই মনে করি আমরা যথেষ্ট দক্ষ না নির্দিষ্ট কোন বিষয়ে। এজন্য আমরা চাইনা আমাদের কাজগুলো অন্যরা দেখুক।
এটা একদমই একটা ভুল ধারণা। কারণ আমরা সকল বিষয়ে কেউই ভালো না। তবে আমরা যে কাজগুলো করতে ভালোবাসি সেগুলো যদি অন্যদের মাঝে উপস্থাপন এর চেষ্টা করি, তাহলে আমার কাজগুলো যেমনই হোক যারা সেই বিষয়ে দক্ষ তারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং আমরাও আমাদের পছন্দের কাজগুলো করতে আরও যত্নশীল হবো। কারণ সকলেই আমাদের কাজগুলো দেখছে। এগুলো বিষয় নিয়ে লেখকের সুন্দর একটা উক্তি রয়েছে বইটির ভেতরে।
"Share what you love and the people who love the same things will find you"
আপনি আপনার কাজগুলো যখন সকলের সামনে তুলে ধরতে থাকবেন, তখন একসময় গিয়ে একটা সম্ভাবনা তৈরি হয় যে আপনি যে কাজটি করছেন, সেটির বিনিময়ে আপনাকে তারা পারিশ্রমিকও দিতে প্রস্তুত। এজন্য আপনি আপনার কাজগুলো সকলের মাঝে মেলে ধরলে, আপনাআপনিই আপনাকে খুঁজে নিবে যাদের আপনার দক্ষতাটা প্রয়োজন।
তবে আপনি প্রথম অবস্থাতেই যদি ভাবতে শুরু করেন আপনার জন্য এমন সুযোগ তৈরি হয়েই আছে। তাহলে একটা বড় ধাক্কা খাবেন প্রথম অবস্থাতেই। কারণ ভালো কাজের জন্য লাগে অধ্যাবসায় পরিশ্রম এবং একটা কাজের পেছনে লেগে থাকার প্রবণতা।
বইটিতে লেখক বলেছেন, "আপনি যত চর্চা করবেন আপনার কাজ তত ভালো হবে"।
লেখকের মতে আপনি যদি কোন কাজ ধারাবাহিক ভাবে করতে থাকেন তাহলে নিশ্চয় আপনি সে কাজটিতে ভালো হয়ে উঠবেন। তবে আমাদের সকলেরই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু উপস্থাপন করা উচিত যেটা সকলের উপকারে আসবে।
তবে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় জনসাধারণের জন্য কোনকিছু তৈরি করবেন এতে নানা ধরনের ভালো খারাপ সকল ধরনের মন্তব্যই আসে। এগুলোর সম্মুখীন কীভাবে হতে হয় এবং আরও অসংখ্য বিষয় নিয়ে এতো সুন্দর করে লেখক উপস্থাপন করেছে যে, বইটি পরার পরে আপনার দৈনন্দিন জীবনের সবচেয়ে অকাজের সময় অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যাবহার হয়ে উঠবে আপনার সবচেয়ে উপকারী কাজগুলোর একটা। আপনি সোশ্যাল মিডিয়ায় ভিন্নভাবে সকলের জীবনে একটা বড় অবদান রাখতে পারবেন।
★পাঠ প্রতিক্রিয়াঃ
বইটা পড়ে আমার চমৎকার লেগেছে। বইটিতে বলা আমার খুব পছন্দের একটা উক্তি ছিলো
"Be so good, they can't ignore you"
আপনি যখন কাজ করতে থাকবেন নিজের কাজগুলো দেখাতে থাকবেন একটা সময় আপনি এতটাই দক্ষ হয়ে উঠবেন তখন আর মানুষ আপনাকে সহজে এড়িয়ে চলতে পারবে না।
কাজেই আজ থেকে আমরা শুধু স্ক্রলিং না করে যা কিছু ভালো যা মানুষের উপকারে আসবে তা মানুষের মাঝে শেয়ার করতে পারি। শেখাতে পারি এবং যা জানলাম তা জানাতে পারি।
বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস ছবির মাধ্যমে অনেক ভালোভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে যা আমার খুব ভালো লেগেছে। লেখক অনেক আইডিয়া শেয়ার করেছেন যার মাধ্যমে আমরা অনেক সৃষ্টিশীল জিনিসগুলোকে বুঝতে পারি বা আমাদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাকে অনুভব করতে পারি এবং এর ফলে নিজেকে বিশ্বের কাছে সুন্দর মতো উপস্থাপন করতে পারি।
★পছন্দের কিছু লাইনঃ
🏷️আপনি যদি প্রতিদিন একটু একটু করে কাজ করেন তবে আপনি বিশাল কিছুর সাথে শেষ করবেন।
🏷️সবাই আপনার সম্পর্কে কী ভাবছে তার দিকে খেয়াল না করে সঠিক লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে সেদিকে খেয়াল রাখা।
🏷Above all, recognize that if you had success, you have also had luck - and with luck comes obligation. you owe a debt, and not just to your gods. you owe a debt to the unlucky - Michael Lewis
🏷️Give what you have. To some one, it may be better than you dare to think.